📰 সৈয়দ মিছবাহ (বিশেষ প্রতিনিধি)
🗓️ ২রা মার্চ ২০২৫, ১৪:৪০ মিনিট

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। ২ মার্চ (রোববার) উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল বাশার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা নুসরাত জাহান, হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আব্দুল হাই, সাংবাদিক মহি উদ্দিন রিপন এবং উপজেলা তথ্য আপা তাসফিয়া রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মোঃ ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বক্স ও আশরাফুল ইসলাম জুয়েল, এবং উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ।
বক্তারা গণতান্ত্রিক চর্চায় ভোটের গুরুত্ব ও নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সচেতন ও দায়িত্বশীল ভোটার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী আয়োজনে নতুন ভোটারদের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।