Kulaura Times logo without water mark
Loading ...

কুলাউড়ায় অফিসার ইনচার্জের নেতৃত্বে “ডেভিল হান্ট” অভিযান: ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে “ডেভিল হান্ট” পরিচালিত হয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আপছারের নেতৃত্বে এবং এসআই মোহিত মিয়া, এসআই নীল আমিরুল ইসলাম আমু, এএসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কুলাউড়া থানার মামলা নম্বর *০৯(০২)২৫, ধারা *নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) অনুযায়ী এজাহারনামীয় আসামি আবুল কালাম (১৯), পিতা আব্দুল জলিল, সাং লংলা খাস, ৯নং টিলাগাঁও ইউনিয়ন, কুলাউড়া, মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং “ডেভিল হান্ট” এর মাধ্যমে কুলাউড়াকে অপরাধমুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিশেষ অভিযানের ফলে কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *