সর্বশেষ
8 Jan 2025, Wed

কুলাউড়ায় অবৈধ টিলা কাটা ও বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তি গ্রেফতার

📰 সৈয়দ মিছবাহ (বিশেষ প্রতিনিধি)
🗓️
৪ই জানুয়ারি ২০২৫, ১৯:৪৫ মিনিট

ছবিঃ কুলাউড়া টাইমস

৬ই জানুয়ারি (সোমবার) ভোরে কুলাউড়া উপজেলার দায়িত্বরত সহকারি কমিশনার (ভূমি), শাহ জহুরুল হকের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানটি জয়চন্ডি ইউনিয়নের মলাংগি এলাকায় পরিচালিত হয়, যেখানে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে টিলা কাটা ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছিল।
এই অভিযানে অবৈধ কার্যকলাপে জড়িত আলমগীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও, ঘটনাস্থল থেকে বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
কুলাউড়া থানার পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করে।
উল্লেখ্য:

● অবৈধ টিলা কাটা ও বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি সরকারি নিষিদ্ধ।

● প্রশাসন এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

● সকলকে আইন মান্য করে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

সূত্র: কুলাউড়া উপজেলা প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *