📰 সৈয়দ মিছবাহ (বিশেষ প্রতিনিধি)
🗓️ ডিসেম্বর ২০২৪, ২০:৩০ মিনিট
কুলাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সালাউদ্দিন, কামরুল হাসান ও এমদাদুল হক এমরান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর কুলাউড়া থানায় দায়েরকৃত একটি চুরির মামলার (মামলা নং ০৬) সূত্র ধরে পুলিশ এই অভিযান চালায়। অফিসার ইনচার্জ গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির উদ্দিন ও এসআই হাবিবুর রহমানসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই গ্রেফতারের ফলে কুলাউড়া এলাকায় চুরির ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।