সৈয়দ মিছবাহ (বিশেষ প্রতিনিধি)
০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০ মিনিট
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান মাহিদকে কুলাউড়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাতে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক সমাজ কুলাউড়ার আয়োজনে নাগরিক সমাজ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জামান মতিন এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নাজমুল বারী সোহেল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক।
প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান মাহিদ বলেন, “বাংলাদেশে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি এবং গুমের রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে। এর বিপরীতে বিএনপি হলো স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। বর্তমান সময়ের সংকটে বিএনপির কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি বরাবরই পাশে ছিল। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে থাকার পর দেশে ফিরে জনগণের স্বতন্ত্র অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার বিষয়টি দেখতে পেরে তিনি আনন্দিত।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ড: মোদাব্বির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন বাচ্চু, নিউইয়র্ক বাফেলো সিটি বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মোক্তাদির হোসেন মিছবাহ, কুলাউড়া বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মজিদ ও রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল, সাবেক সহ-সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ ও দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সম্পাদক সুফিয়া রহমান ইতি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, সাংবাদিক মো. মোক্তাদির হোসেন, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমদ ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমদ সুয়েট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খাঁন, জেলা ছাত্র দল নেতা সালমান হোসেন,
যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহি উদ্দিন রিয়াদ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেখ বদরুল হোসেন রানা প্রমুখ।
এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা সভায় অংশগ্রহণ করেন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।