সর্বশেষ
22 Dec 2024, Sun

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ গ্রেফতার

📰 আন্তর্জাতিক কক্ষ কুলাউড়া টাইমস
📅১অক্টোবর ২০২৪, ০১ঃ০৯ মিনিট

ছবিঃ কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ

পুলিশের বিশেষ অভিযান উপজেল ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া উপজেলাছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করা হয়েছে। (১৬ অক্টোবর) কুলাউড়া থানার ওসি গোলাম আপসারের নেতৃত্ব এস আই সুজন তালুদার ও এ এস আই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৪ টায় নিজ বাড়ি থেকে তায়েফকে আটক করে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত নিয়াজুল তায়েফ কুলাউড়া উপজেল ছাত্রলীগের সভাপতি।
ওসি গোলাম আপছার জানান, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কাদিপুর এলাকা থেকে তায়েফকে গ্রেপ্তার করা হয়। তায়েফের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তায়েফকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *