📝কুলাউড়া ডেস্ক
🗓️প্রকাশের সময়ঃ ৭ অক্টোবর ২০২৪, ১২ঃ৩৫ মিনিট
শারদীয় উৎসব, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী ধরতে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নেমছে যৌথ বাহিনী। এ ব্যাপারে ইতিমধ্যে ৫ হাজার জনের একটি তালিকা প্রস্তুত করেছে সরকারের একটি সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, দলীয় বিবেচনায় এই তালিকা প্রণয়ন করা হয়নি বরং অপরাধ বিবেচনা করেই তালিকা প্রস্তুত করা হয়েছে।
এদিকে কুলাউড়ায় গতকাল (রবিবার) থেকে আজ পর্যন্ত পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি কে পৌর শহরের আউটার সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ও পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিরা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রিপন বখশ,রকি হাসান রিংকু কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার গণমাধ্যমে জানান, রবিবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা’ও রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।