Kulaura Times logo without water mark
Loading ...

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে ১লা মে উদযাপিত

Spread the love

মে দিবস মানুষকে অধিকার আদায়ের শিক্ষা দিয়ে থাকে।১৮৮৬ সালে রক্ত দিয়ে বিশ্বের শ্রম জীবি মানুষেরা অধিকার আদায়ে সক্ষম হলেও আজও বিশ্বের বহু দেশে শ্রমিক সমাজ নির্যাতিত হচ্ছে। তাদেরকে ন্যায় সঙ্গত অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে ।এখনও বাংলাদেশের বহু জায়গায় শ্রমিকের রক্তমাখা গামে লুটেরা ধনিক শ্রেণী সম্পদের পাহাড় গড়ে তুললে সক্ষম হলেও শ্রমিকরা ন্যায়সঙ্গত মজুরী পাচ্ছে না। পাচ্ছে না বেঁচে থাকার নুন্যতম অধিকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্টা করেছিলেন ওয়ের্জ বোর্ড গঠন, মিল কারখানায় আট ঘন্টা সময় নির্ধারণ এবং ওভার টাইম প্রথা প্রবর্তন করেছিলেন । কথা গুলো উচ্চাসিত হয়েছে ১লা মে শ্রম অধিকার দিবস উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তাদের কণ্ঠে। মে দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় ।

ব্রঙ্কসের আক আসকা চাইনিজ রেষ্টেরেন্ট নিউইয়র্ক মহানগর ( উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফযেজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাথেন সিনিযার সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ , প্রাক্তন যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, সোহেব আহমদ,সেবুল খান মাহবুব, সুলতান মাহমুদ সিদ্দিকি, আনোয়ারুল আলম ভূইয়া. মোহাম্মদ আলী রাজা, শেখ আক্তার হোসেন নানু, আব্দুর রহমান দুলাল, আব্দুর রব কাওছার আহমদ, মোমেন মুন্না, হেলাল উদ্দিন,আব্দুল মোতাল্লিব, আসাদুজ্জামান , মোমতাজ আহমদ,হাবিব আহমদ, সেক্সপিপয়ার জামান প্রমুখ ।

আলোচনা সভার শুরতে কোরআন তেলওয়াত করেন মোমতাজ আহমদ। অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email