
যুক্তরাজ্য প্রবাসী তরুণ বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবালের পিতা, ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা জনাব লেইছ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।
এক শোক বার্তায় আহবাব চৌধুরী বলেন, “জনাব লেইছ চৌধুরীর মৃত্যুতে ফেঞ্চুগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারাল। তিনি ছিলেন এলাকার একজন প্রিয় মুখ, যিনি নীরবে-নিভৃতে সমাজের সেবা করে গেছেন।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, জনাব লেইছ চৌধুরী বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।