Kulaura Times logo without water mark
Loading ...

কুলাউড়ায় হত্যা মামলার এজহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

Spread the love

📰 বার্তা কক্ষ, কুলাউড়া টাইমস
🗓️ ২রা মার্চ ২০২৫, ১৬:১৫ মিনিট

ছবি: গ্রেফতাকৃত আসামি ও পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি গোলাম আপছারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুজন, যেখানে কুলাউড়া থানা পুলিশের চৌকস একটি দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—

১. আসাইদ মিয়া (৪০), পিতা মৃত গৌছ মিয়া
২. সুমন মিয়া (২০), পিতা ফুল মিয়া
৩. রকিব আলী (৪০), পিতা মৃত ছমরু মিয়া
৪. আতিক মিয়া (৪০), পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া

সকলের ঠিকানা: নিশ্চিন্তপুর, শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া, মৌলভীবাজার।

উল্লেখ্য, কুলাউড়া থানায় দায়ের করা মামলা নং- ০২, তারিখ ০২/০৩/২০২৫ ইং; ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড অনুযায়ী এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি গোলাম আপছার কুলাউড়া টাইমকে জানান, বিশেষ অভিযান শেষে তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email