বার্তা কক্ষ

কুলাউড়া উপজেলার কর্মধায় আব্দুল করিম নামক এক যুবক খুন হয়েছেন। ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে কর্মধার নার্সারী পুঞ্জি এলাকায় ঘটনাটি ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই পুঞ্জির এক বাসিন্দা আব্দুল করিম (৪০) কে দা দিয়ে ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসা হলেও অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আব্দুল করিম নলডরি গ্রামের ওয়াহাব উল্লাহর ছেলে।